Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 সিটিজেন চার্টার, সিলেট সদর, সিলেট।

 

নিবন্ধন ও উপ-আইন সংশোধনঃ

- বৈধ উপায়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ন্যুনতম ২০ (কুড়ি) জন একক ব্যক্তি সমন্বয়ে

গঠিত প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধন প্রদান করা হয়।

- সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনির্দিষ্ট নিধানাবলী সমন্বিত উপআইন নিবন্ধন করা   হয় এবং পরবর্তীতে প্রয়োজনবোধে উপআইনের সংশোধনী নিবন্ধন করা হয়।

- সরকারী কর্মসূচীর আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক   সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০ (পঞ্চশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০  (তিনশত ) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়।

- দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য   কমপক্ষে তিন হাজার টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে এক কোটি টাকা এবং   অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে বিশ হাজার টাকা পরিশোধিত মূলধন থাকতে হয়।

ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন, বিরোধ ও অবসায়নঃ 

-সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন   করতে ব্যর্থ হলে জেলা সমবায় অফিসার আইনের আওতায় অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন।

- জেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক    কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়।

- সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম জেলা সমাবায় অফিসার পরিদর্শন কিংবা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি    করেন।

- প্রাথমিক সমিতির নির্বাচনসহ যে কোন সৃষ্ট বিরোধ জেলা সমবায় অফিসারের নিকট দায়ের করা হলে তিনি বা     নিযুক্ত সালিশকারী ন্যায় বিচার, সমতা ও সুবিবেচনা প্রসূতভাবে নির্ধারিত সময়ের মধ্যে বায় প্রদান করেন।   রায়ে কেউ সংক্ষুব্ধ হলে বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক (বিচার) এর নিকট আপীল করতে পারেন।   বিরোধ এবং আপীলের সাথে ১০০ (একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়।

- প্রাথমিক সমিতি অকার্যকর হলে কিংবা সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায অফিসার   সমিতিকে অবসায়ন করতে পারেন। আবার সদস্যদের আগ্রহের কারণে অবসায়ন আদেশ প্রত্যাহার করতে পারেন।

প্রশিক্ষণঃ

-কুমিল্লা শহরের উপকণ্ঠে কোটবাড়ীতে অবস্থিত দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায়  একাডেমী এবং ৯ (নয়)টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবাপ্রদান করা হয়।

- জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট সমিতিকে গিয়ে সদস্য প্রশিক্ষণ দিয়ে থাকে।

-সমবায় অধিদপ্তরের ঢাকাস্থ সদর কার্যালয়, বাংলাদেশ সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনষ্টিটিউটে অবস্থিত মোট ৩টি/২টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সমিতির সদস্য ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা/ কর্মচারীদের আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হলে থাকে।

 অভিযোগ নিস্পত্তিঃ 

-প্রাথমিক সমবায় সমিতির কোন অভিযোগ থাকলে জেলা সমবায় অফিসার এর নিকট দাখিল করলে তা নিস্পত্তি   করা হয়ে থাকে।

সিলেট সদর উপজেলায় সমবায় সম্পর্কিত যে কোন তথ্যের জন্য/ অভিযোগ থাকলে  যোগাযোগ করুনঃ

 

উপজেলা সমবায় অফিসার,

উপজেলা সমবায় কার্যালয়,

সিলেট সদর, সিলেট

ফোনঃ ০৮২১-২৮৭০০১৮